IQNA

কোরআনের সাথে সম্পর্ক আমাদের বিচক্ষণতাকে বৃদ্ধি করে

21:04 - October 09, 2018
সংবাদ: 2606943
বাসিরাত তথা অন্তর্দৃষ্টি সঠিকভাবে কোরআন শিক্ষা ও বোঝার মধ্যে নিহিত রয়েছে। শুধুমাত্র তিলাওয়াত ও হিফজের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি তাই হত তাহলে ইমামদের শত্রুরা ও হত্যাকারীরা কোরআন তিলাওয়াতকারী ও কোরআনের হাফেজ হত না।

কোরআনের সাথে সম্পর্ক আমাদের বিচক্ষণতাকে বৃদ্ধি করেবার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ধর্মীয়, নৈতিক এবং রাজনৈতিক অন্তর্দৃষ্টি এই তিনটি জিনিস আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে।

উসূলেদ্বীন ও ফুরুয়ে দিনের প্রতি ঈমান আনতে হবে আল্লাহ ও নবী এবং ইমামগণের প্রতি দৃঢ় ঈমান আনতে হবে। অন্তর্দৃষ্টি অর্জন করার একটি উপায় হল আহলে বাইতের প্রতি তাওয়াসসুল।

নৈতিক অন্তর্দৃষ্টিতে মানুষকে জানতে হবে তার মধ্যে কি নৈতিক সমস্যা রয়েছে এবং ঐ সমস্যা সমাধানের জন্য তাকে চেষ্টা করতে হবে।

এর জন্য আমাদের ভাল কাজকে বেশী করে দেখা যাবে না এবং খারাপ কাজের জন্য বেশী করে অনুতপ্ত হবে এবং তাকে কখনোই ছোট করে দেখা যাবে না।

রাজনৈতিক বাসিরাত বা অন্তর্দৃষ্টি হচ্ছে শত্রুকে সঠিকভাবে চিনতে হবে। ঐ সময়ের মানুষের মধ্যে যদি বাসিরাত থাকত তাহলে সকিফার ঘটনা ঘটত না, সিফফিনের যুদ্ধের পরিণতি এমন হত না এবং কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা ঘটত না।

ট্যাগ্সসমূহ: শিক্ষা ، ইকনা ، কোরআন ، তিলাওয়াত
captcha