IQNA

সোমালিয়ায় আশ-শাবাবের দুইটি আধিপত্য এলাকা মুক্ত

21:31 - February 24, 2019
সংবাদ: 2608007
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার সেনাবাহিনী গতকাল (২৩শে ফেব্রুয়ারি) সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের আধিপত্য দুটি এলাকা মুক্ত করেছে।

বার্তা সংস্থা ইকনা: সোমালি সেনাবাহিনী ইউনিট (২৩শে ফেব্রুয়ারি) সেদেশের হাভায় আডুনিউ এবং গাড ডোফার গ্রাম আশ- শাবাবের হাত থেকে মুক্ত করেছে। সন্ত্রাসীরা এই দুটি শহরে দীর্ঘদিন নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছিল।
এই দুটি গ্রামে সেনাবাহিনী প্রবেশের পূর্বেই সন্ত্রাসীরা পশ্চাদপসরণ করেছে। আশ-শাবাবের সন্ত্রাসীদের পশ্চাদপসরণের ফলে কোন সংঘর্ষ ছাড়াও এই দুটি গ্রাম সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা হয়েছে।
সোমালি সামরিক কমান্ডার মুহাম্মাদ আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে বলেছেন: এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সোমালি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম ছিল না। এই দুটি গ্রামের মানুষ আমাদেরকে ব্যাপক স্বাগত জানিয়েছে।
তিনি বলেন: সন্ত্রাসীদের আধিপত্যের ফলে এই দুই গ্রামের জনগণরা খুব কষ্টে জীবন অতিবাহিত করছিল এবং বর্তমানে অতিদ্রুত মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। iqna

captcha