IQNA

মিশরের এনডাউমেন্ট মন্ত্রী:

প্রতি সপ্তাহে জুমার খুতবা ১৭টি ভাষায় অনুবাদ হবে

9:40 - March 03, 2019
সংবাদ: 2608054
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের এনডাউমেন্ট মন্ত্রী গতকাল ঘোষণা করেছেন: এই দেশের জুমার খুতবা বিশ্বের ১৭টি প্রচলিত ভাষায় অনুবাদ হবে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল এন্ডোভমেন্টের মুবাল্লিগ এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং একাডেমী অফ ইমাম-এর শিক্ষার্থীদের সাথে এক সাক্ষাৎকারে মিশরীয় এনডাউমেন্ট মন্ত্রী “মুখতার জুময়া” বলেছেন: প্রতি সপ্তাহে বিভিন্ন ভাষায় জুমার খুতবা অনুবাদ করার জন্য এন্ডোভমেন্ট মন্ত্রণালয় গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন: শুক্রবার জুমার নামাজের খুতবা অনুবাদ করার মাধ্যমে ইসলাম ধর্মে যে মানুষ এবং নৈতিক মূল্যবোধ রয়েছে, তা মুসলিম এবং অ-মুসলমানদের পরিচিত করিয়ে দিতে হবে।

তিনি আরও গুরুত্বারোপ করে বলেন: এই দেশের জুমার খুতবা বিশ্বের ১৭টি প্রচলিত ভাষায় অনুবাদ করতে হবে। iqna

 

 

captcha