IQNA

সিরিয়া থেকে দায়েশের ১০০০ সদস্য ইরাকে হস্তান্তর

20:39 - March 06, 2019
সংবাদ: 2608070
আন্তর্জাতিক ডেস্ক: আনবর রেসকিউ কাউন্সিল মঙ্গলবার ঘোষণা করেছে: সিরিয়ার বাগুয এলাকা থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রায় ১০০০ জন সদস্য ইরাকের নিরাপত্তা বাহিনীর নিকটে হস্তান্তরিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের আল-আনবার প্রদেশের রেসকিউ কাউন্সিলের প্রধান হামিদ আল-হায়িস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন: সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বাগুয থেকে দায়েশের বিভিন্ন দেশের প্রায় ১০০০ জন সদস্য ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবারে স্থানান্তরিত করা হয়েছে।

তিনি বলেন: এই সদস্য সন্ত্রাসী বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।

আল-হায়িস গুরুত্বারোপ করে বলেন: এর পূর্বে দায়েশের কিছু সদস্য আল-আনবারের মরুভূমিতে পালিয়েছে। এসকল সদস্যদের গ্রেফতারের জন্য নিরাপত্তা বাহিনী সোচ্চার রয়েছে। iqna

 

 

captcha