বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের ভূমি এবং ইসরাইল তা দখল করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পশ্চিম তীর এবং সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে নেয় ইসরাইল। কিন্তু আন্তর্জাতিক আইন ইসরাইলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছে।
টুইটারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাইলের নির্বাচনের আগে ভোট পেতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই বক্তব্য বাস্তবতা পরিবর্তন করতে পারে না এবং পারবে না।
এর আগে ইসরায়েলি চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, পুনঃনির্বাচিত হলে তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আরো বাড়াবেন। অন্যদিকে, নেতানিয়াহুর ওই বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফিলিস্তিনিরা।
উল্লেখ্য, পশ্চিম তীরে বর্তমানে চার লাখ ইহুদি বসতি রয়েছে। এ ছাড়া পূর্ব জেরুজালেমে রয়েছে দুই লাখ ইহুদি বসতি। অথচ পশ্চিম তীর, জেরুজালেম ও গাজা নিয়ে ভবিষ্যত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। iqna