বার্তা সংস্থা ইকনা: তালেবানের উচ্চ পদস্থ নেতা শীর মুহাম্মাদ আব্বাস আসানগাজী এবং মোল্লা আব্দুল গনি’সহ ১১ জন সদস্যের নাম জাতিসংঘের কালো তালিকা থেকে অস্থায়ী ভাবে অপসারণ করা হয়েছে।
বাকী সদস্যরা হচ্ছে মোল্লা মোহাম্মদ ফজল মজলুম, মোল্লা আব্দুল হক ওয়াসিক, মোল্লা খায়রুল্লাহ খৈরখওয়া, মোল্লা নূরুল্লাহ নূরী, আমির খান মোত্তাকী, শেখ শাহাবুদ্দিন দেলোয়ার, আব্দুল সালাম হানাফি, আবদুল মানসুর ও জিয়া আল-রহমান মাদানী।
উল্লেখ্য, তালেবান প্রতিনিধিরা আমেরিকার নিকটে জাতিসংঘের কালো তালিকা থেকে তালেবানের নেতাদের নাম অপসারণ, অবরোধের নিষ্পত্তি এবং এই সদস্যের বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে। এছাড়াও তারা আফগান সরকারের সাথে এক মাসের যুদ্ধবিরতির ব্যাপারে একমত পোষণ করেছে। iqna