IQNA

৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

19:53 - April 14, 2019
সংবাদ: 2608335
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে মোসাল্লায়ে ইমাম খোমেনী’তে (রহ.) টানা ৫ দিন ব্যাপী ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী, প্রাপ্ত বয়স্ক, নারী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

পুরুষদের ক্বিরাতে তাহকিক বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ইন্দোনেশিয়ার সালমান আমরুল্লাহ

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের মাহদী গোলাম নেজাদ

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরাকের মুহাম্মাদ রেজা সালমান

চতুর্থ স্থানে উত্তীর্ণ হয়েছেন মিশরের আহমাদ মির আব্দুল আজিজ

পঞ্চম স্থানে উত্তীর্ণ হয়েছে মালয়েশিয়ার ভ্যান এইনুদ্দীন হেলমী

৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

 

প্রাপ্ত বয়স্কদের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের মুহাম্মাদ জাওয়াদ মুরাদী

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন আলজেরিয়ার আব্দেলী তৌফিক

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন সিরিয়ার আহমাদ বাদরুদ্দীন হুমামী

চতুর্থ স্থানে উত্তীর্ণ হয়েছেন মৌরিতানিয়ার আহমদ আসামা

পঞ্চম স্থানে উত্তীর্ণ হয়েছে তিউনিশিয়ার আকরাম বিন জাকারিয়া আল-বুগলুতী

 

নারীদের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের মারিয়াম শাফিয়ী

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন লেবাননের ফাতিমা ইউনুস

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন আফগানিস্তানের সামানে মুসাভী

৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন মিশরের আল-সাইয়্যেদ হামদী আল-সাইয়্যেদ ইব্রাহীম,

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের সায়িদ আলী আকবারী

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ভারতের সাইয়্যেদ নুরুল হক

 

ছাত্রীদের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের যায়নাব আমিনপুর

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন তুরস্কের ফেইজায় নারগিস

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন  জর্ডানের রীম আশবুল

 

ছাত্রদের সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন কেনিয়ার আব্দুল আলীম আব্দুর রাহীম মুহাম্মাদ হাজ্বী

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের আলী ফেইজী

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন সিরিয়ার মাহমুদ আবুল খাইর নাসিফ

৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

ছাত্রদের ক্বিরাত বিভাগ:

প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন ইরানের আমীর হুসাইন রাহিমী

দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন আফগানিস্তানের সাইয়্যেদ ইয়াসিন হুসাইনী

তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন ইন্দোনেশিয়ার মুহাম্মাদ রাফকাতী হাওয়ারী

উল্লেখ্য, তেহরানে মোসাল্লায়ে ইমাম খোমেনী’তে (রহ.) আজ বিকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।  iqna

captcha