IQNA

আফগানিস্তানের মাযার শরীফে বোমা বিস্ফোরণ

18:50 - May 02, 2019
সংবাদ: 2608462
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বালখ প্রদেশের মাযার শরীফ শহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: বালখের পুলিশ মুখপাত্র আদেল শাহ আলেদ এ ব্যাপারে বলেন: মাযার শরীফ শহরের ইমাম আলী (আ.) নামক জিয়ারতের স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  iqna

 

captcha