 
                          
বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মক্কা উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত “মাশায়ির” ট্রেন সংস্থা হজ মৌসুমে হাজিদের বাড়তি সেবা প্রদান করার জন্য ১৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা গ্রহণের পর এসকল ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং অন্যান্য জিয়ারতের স্থানসমূহে হাজিদের স্থানান্তর যাতে সহজতর হয়, যেজন্য এসকল ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে।
ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে এ বছর তিন লাখ ৬০ হাজার হাজি এই ট্রেন ব্যবহার করে মিনা থেকে আরাফাত এবং পুনরায় আরাফাত থেকে মিনিয় ভ্রমণ করবেন। এছাড়াও ১১ থেকে ১৩ই জ্বিলক্বাদে প্রায় ২০ লাখ হাজি এই ট্রেন ভ্রমণ করবেন বলে আশা করছি।   iqna