IQNA

২০১৯ সালে ফিলিস্তিনের ৫৪ জন শহীদ এবং তিন হাজার আহত

21:24 - August 01, 2019
সংবাদ: 2609006
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নাগরিককে শহীদ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। গত ছয় মাসে গাজা উপত্যকায় ঘটানো নির্মম এসব হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে ১২ শিশু ও ৪ জন নারীও রয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মঙ্গলবার ফিলিস্তিনভিত্তিক মানবাধিকার সংগঠন আল মিজান সেন্টার প্রকাশ করেছে, ইহুদিবাদী ইসরাইলি সৈন্যরা এসব হত্যাযজ্ঞে অত্যন্ত শক্তিশালী মারণাস্ত্র ব্যবহার করেছে।
পরিসংখ্যানমূলক বিবৃতিতে বেসরকারি সংস্থাটি জানায়, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারদের হামলা-আক্রমণ পর্যবেক্ষণ করে চলতি বছর তথা ২০১৯ সালের প্রথম ছয় মাসে তারা এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, জানুয়ারি থেকে ইহুদিদের হামলায় ৫৪ জন ফিলিস্তিনি মুসলিম শহীদ হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩৭৩২ জন বেসামরিক নাগরিক, এদের মধ্যে ১২২৬ শিশু ও ১৭৯ জন নারী রয়েছেন।
গাজা উপত্যকার উত্তর-পূর্বে সীমান্ত-বেষ্টনীর কাছে অনুষ্ঠিত সাপ্তাহিক মিছিল ‘গ্রেট মার্চ অব রিটার্ন’-এ ইসরাইলী সৈন্যদের আক্রমণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভে ইহুদিবাদি ইসরাইলের সেনাদের হামলায় ২৭ জন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে ৯ জন শিশু এবং এক জন নারী রয়েছেন।
বিগত ছয় মাসে সমুদ্রে জেলেদের ওপর অন্তত ২০৭ বার হামলা চালিয়েছে দখলদার বাহিনীর সদস্যরা। এসব হামলায় ১৫ জন জেলে আহত হয়েছে এবং ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গত ছয়মাসে গাজা থেকে ১৭ শিশুসহ ৮৮ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।  iqna

 

captcha