IQNA

ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা বিমান কেনার জন্য আমিরাতের সাথে চুক্তি

21:27 - August 22, 2019
সংবাদ: 2609121
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সাথে ৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। গত মঙ্গলবার আইনি প্রতিষ্ঠান অ্যাপলেবির এ-সংক্রান্ত নথির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়, অত্যাধুনিক গোয়েন্দা বিমান সংগ্রহের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই গোপন চুক্তির বিষয়ে কাজ শুরু হয় আরো ১০ বছর আগে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখে ইসরাইল। চুক্তির কিছু অর্থ এরই মধ্যে নগদে পরিশোধ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, আমিরাতকে দু’টি অত্যাধুনিক গোয়েন্দা বিমান সরবরাহের কথা ছিল।
এর মধ্যে বছরখানেকই আগেই একটি সরবরাহ করা হয়েছে। বছরখানেকের পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্প্রতি এটির পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয়েছে। আগামী বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে এটি সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ইরান সম্পর্কে ইসরাইলের সাথে গোয়েন্দা তথ্যবিনিময় করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।   iqna

captcha