IQNA

কারবালায় রক্তক্ষয়ী হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে

18:19 - September 22, 2019
সংবাদ: 2609276
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের এক নিরাপত্তা সূত্র ঘোষণা করেছে, কারবালায় একটি গাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী এই রক্তক্ষয়ী হামলাকারীকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের জাতীয় সুরক্ষা বাহিনী কারবালার প্রবেশ পথে যাত্রী বহনকারী একটি গাড়িতে যে সন্ত্রাসী বিস্ফোরণ ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘাতককে ঘটনাস্থলের নিকটে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় কারবালার প্রবেশ পথে যাত্রী বহনকারী একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১২ জন শহীদ হয়েছেন। এছাড়াও অপর ৫ জন গুরুত্বর আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, একটি ব্যক্তি “জারাফ আস-সাখর” এলাকা থেকে এই গড়িতে উঠে এবং বিস্ফোরক প্যাকেটটি গাড়িতে রেখে নেমে যায়। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বিস্ফোরিত হয়।
এই বিস্ফোরণটি কারবালার বাগদাদ রুটে ৫৪ নম্বর চেকপয়েন্টে ঘটেছে। বিস্ফোরণে আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।   iqna

captcha