IQNA

‘ইরানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বহু কোটি ডলার চাইলেন নেতানিয়াহু’

19:49 - October 05, 2019
সংবাদ: 2609374
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কথিত লড়াই চালানোর জন্য বহু শত কোটি ডলার বরাদ্দ দিতে জাতীয় সংসদ নেসেটের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি ইরানকে ইসরাইলের জন্য মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার জন্য নেতানিয়াহু ইরানকে অভিযুক্ত করেন।

বৃহস্পতিবার নেসেট সদস্যরা শপথ নেয়ার পর নেতানিয়াহু বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিদিন যে ঝুঁকি বেড়ে চলেছে তা মোকাবেলার জন্য ইসরাইলকে অবশ্যই বহু শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। যখন জোট সরকার গঠনের ব্যাপারে নেতানিয়াহু হিমশিম খাচ্ছেন এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীত্ব ঝুঁকির মুখে তখন তিনি এই আগ্রাসী মন্তব্য করলেন।

তিনি বলেছেন, ইরানকে মোকাবেলার জন্য এখনই বহু কোটি ডলার বাজেট বরাদ্দ দিতে হবে এবং প্রতিবছর এই বাজেট বাড়াতে হবে। সৌদি আরব, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন নেতানিয়াহু সামরিক বাজেট বাড়ানোর কথা বলছেন। ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। পার্সটুডে

captcha