IQNA

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান শুরু

16:40 - October 10, 2019
সংবাদ: 2609406
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গতকাল সিরিয়াযর দক্ষিণাঞ্চলে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে।

কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে চার নারী ও শিশুসহ আট বেসামরিক ব্যক্তি এবং সাত কুর্দি যোদ্ধা রয়েছে। এছাড়া আহত হয়েছে ১৩ জন বেসামরিক ব্যক্তি এবং ২৮ জন কুর্দি যোদ্ধা।

গতকাল (বুধবার) থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে অপারেশ পিস স্প্রিং নামে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা উত্তর সিরিয়ায় কুর্দি গেরিলাদের ১৮১টি অবস্থানে হামলা চালিয়েছে।

জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশ তুর্কি হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।  iqna

captcha