IQNA

কায়রোয় মিশরীয় ন্যাশনাল অ্যাসোসিয়েশনের কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

0:18 - October 30, 2019
সংবাদ: 2609532
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর গভর্নর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশটির ন্যাশনাল কুরআন অ্যাসোসিয়েশনের হাফেজদের সম্মাননা প্রদর্শন করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কায়রোর গভর্নর খালিদ আব্দুল আল সোমবার (২৮শে অক্টোবর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৬ থেকে ১৮ বছরের ৫০ জন হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন।
এসকল হাফেজগণ মিশরের জাতীয় আঞ্চলিক ইউনিয়ন এবং রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।
কায়রোর গভর্নর গুরুত্বারোপ করে বলেছেন: এই কুরআন প্রতিযোগিতা এবং সম্মাননা প্রদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মের সঠিক নীতি ছড়িয়ে দেওয়া। আর এর মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান ও নৈতিক গুণাবলী সম্প্রসারণ এবং চরমপন্থা দূরীকরণ সম্ভব। এছাড়াও তিনি কুরআন হেফজের জন্য কায়রোর সকল কুরআনিক আঞ্জুমানের প্রধানদের ধন্যবাদ জানিয়েছেন।
ন্যাশনাল কুরআন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোট ৫টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ৭৫৩ জন অংশগ্রহণ করেছেন। প্রথম বিভাগে সম্পূর্ণ কুরআন হেফজ, দ্বিতীয় বিভাগে ২০ থেকে ২৯ পাড়া পর্যন্ত হেজফ, তৃতীয় বিভাগে ১০ থেকে ১৯ পাড়া পর্যন্ত হেফজ, চতুর্থ বিভাগে ৫ থেকে ৯ পাড়া পর্যন্ত হেফজ, এবং পঞ্চম বিভাগে ১ থেকে ৪ পাড়া পর্যন্ত হেফজ।  iqna

 

captcha