IQNA

ইমাম রেজা (আ.)এর অলৌকিক ঘটনা নিয়ে ব্রিটিশ যুবকের ভিডিও ক্লিপ

0:18 - October 30, 2019
সংবাদ: 2609533
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বংশোদ্ভূত এক ব্রিটিশ যুবক ইমাম রেজা (আ.)এর অলৌকিক ঘটনা নিয়ে ভিডিও ক্লিপ নির্মাণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের বংশোদ্ভূত “জান কাযেমী” ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে নাগরিক। সম্প্রতি জান কাযেমী ইমাম রেজা (আ.)এর অলৌকিক ঘটনা নিয়ে ভিডিও ক্লিপ নির্মাণ করেছেন।
ক্লিপটি ইসলামী লাইফস্টাইল নামে প্রস্তুত করা হয়েছে। এর পূর্বেও তিনি এধরণের ভিডিও নির্মাণ করেছেন।
ভিডিওটি প্রস্তুত করার জন্য জান কাযেমী ইরানের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)এর মাযারের সংস্কৃতি ও গাইডেন্স বিভাগের সহায়তা গ্রহণ করেছেন। ভিডিওটি মূলত একটি খ্রিস্টান যুবকের আরোগ্য লাভের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ভিডিও ক্লিপে ইরানীরাও ছাড়াও বেশ কয়েকজন ইংল্যান্ডের অধিবাসী এই ঘটনাটি বর্ণনা করেছেন।
এক খৃষ্টান শিশু অসুস্থ ছিল। শিশুর অভিভাবক বেশ কয়েক জন ডাক্তার দেখিয়েছে। কিন্তু সকল ডাক্তাররা বলেছে যে, তার রোগ ভালো হওয়ার মতো নয়। একদিন ঐ খৃষ্টান শিশুর মা’র সাথে এক মহিলার পরিচয় হয় এবং সেই মহিলা তাকে বলেন: তুমি এখনও আসল ডাক্তারের কাছে যাওনি। তাকে আসল ডাক্তারের কাছে নিয়ে যাও। শিশুটির মা বললেন: আসল ডাক্তার কে? তখন মহিলাটি বললেন: তাকে কেন মাশহাদে ইমাম রেজা (আ.)এর কাছে নিয়ে যাচ্ছো না? আমি শুনেছি তিনি সকল রোগীদের আরোগ্য দান করেন। একথা শুনে শিশুটির বাবা বললেন: তিনি তো মুসলমানদের ডাক্তার। কিন্তু আমরা তো খৃষ্টান! শিশুটির অভিভাবকরা যখন সকল স্থান থেকে নিরাশ হল, তখন তারা তাদের সন্তানকে নিয়ে মাশহাদে গেলো। মাশহাদে গিয়ে ঐ শিশুটি ইমাম রেজা (আ.)কে স্বপ্ন দেখল এবং স্বপ্নে ইমাম রেজা (আ.) তাকে বললেন: তুমি তোমার বাবাকে জানিয়ে দিও যে, আমি শুধু শিয়াদের ইমাম নয়, বরং সকলের ইমাম।
ভিডিও ক্লিপটি ইকনা’র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna

 

captcha