IQNA

মোদির বিমানকে অনুমতি দেয় নি পাকিস্তান; প্রতিবাদ জানালো ভারত

0:19 - October 30, 2019
সংবাদ: 2609536
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে চাইলেও ইসলামাবাদ অনুমতি না দেয়ায় ক্ষুব্ধ হয়েছে নয়াদিল্লি। আন্তর্জাতিক বিমান সংস্থার কাছে বিষয়টি নিয়েই মধ্যে ভারত অভিযোগ করেছে। জাতিসংঘ বিমান সংস্থা আজ (মঙ্গলবার) এ বিষয়ে তথ্য দেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট:

সোমবার নরেন্দ্র মোদি একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার জন্য সৌদি আরব যান। কিন্তু নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় নি ইসলামাবাদ। ফলে নরেন্দ্র মোদির বিমানটিকে ভিন্ন পথে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে সৌদি আরব পৌঁছাতে হয়। এরপর বিষয়টি আন্তর্জাতিক সংস্থায় নিয়েছে ভারত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাকিস্তানের মুসলিম জনগণের উপরে ভারত সরকারের মারাত্মক বর্বরতার প্রতিবাদে ইসলামাবাদ নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় নি। তিনি বলেন, “কাশ্মীরের জনগণের উপর মারাত্মক রকমের নিপীড়ন চালানোর জন্য আমরা নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” পার্সটুডে

captcha