IQNA

শারজাহ ১৩০০ বছরের প্রাচীন কুরআনের পৃষ্ঠার প্রদর্শনী

0:21 - November 02, 2019
সংবাদ: 2609554
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক বই মেলায় ১৩০০ বছরের প্রাচীন কুরআনের পৃষ্ঠাটি দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুফি বর্ণমালায় হস্তলিখিত এই পৃষ্ঠায় সূরা আনফালের ৭২ থেকে ৭৫ নম্বর আয়াত এবং সূরা তাওবার ১ থেকে ৯ নম্বর আয়াত লেখা রয়েছে।
পবিত্র কুরআন শরিফের প্রাচীন পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম। "রেডিওকার্বন ডেটিং" প্রযুক্তি ব্যবহার করে জানা গিয়েছে যে এটি প্রায় ১৩০০ বছর পূর্বে লেখা হয়েছে।
গবেষণা অনুযায়ী, পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির ইতিহাস দ্বিতীয় (হিজরী) শতাব্দীর প্রথম দিকে (খ্রিস্টীয় অষ্টম শতাব্দী) এবং উমাইয়া যুগের এই পাণ্ডুলিপিটি লেখা হয়েছে। ধারণা করা হচ্ছে পাণ্ডুলিপিটি ৭১৪ থেকে ৭৪০ খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে।
উল্লেখ্য যে, শারজাহে ৩৮তম আন্তর্জাতিক বই মেলা ৩০শে অক্টোবরে “বই খুলুন এবং আপনার বিবেককে বিকশিত করুন” শিরোনামে শারজাহের এক্সপো সেন্টারে শুরু হয়েছে এবং একাধারে ৯ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।  iqna

captcha