IQNA

আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রীকে আবারও আটক করেছে ইসরাইল

22:26 - November 05, 2019
সংবাদ: 2609573
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আবারও আটক করেছে। দখলীকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে ১০ম সেপ্টেম্বর সকালে তাকে আটক করা হয়।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী সেনারা বরিবার সাকালে জেরুজালেমের “আস-সাওনা” এলাকায় হাদামির বাড়িতে হামলার পর তল্লাশি চালায় এবং তাকে আটক করেছ।

প্রতিবেদন অনুযায়ী, আল-হাদামিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলের একটি সামরিক সদর দফতরে স্থানান্তর করা হয়েছে।

কুদসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে আল হাদামিকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার করেছে জায়নিস্ট দখলদার বাহিনী। সেপ্টেম্বরের শেষদিকেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে, ফিলিস্তিনের বার্তা সংস্থা ওফা জানিয়েছে, ১০ম সেপ্টেম্বর সকালে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় বাইতুল লাহাম এলাকায় “দাউদ জাকারিয়া মুসা”র বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে।

এছাড়াও ইহুদিবাদী সেনারা তুলকারাম একালার ৫২ বছরের ‘নাবিল সালেহ আওয়াদ হামদান’কে গ্রেপ্তার করেছে।  iqna

 

captcha