IQNA

দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে জার্মানের এক নারী গ্রেপ্তার

21:51 - November 18, 2019
সংবাদ: 2609652
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে জার্মানের নিরাপত্তা বাহিনী সেদেশের এক নাগরিককে গ্রেপ্তার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সংবাদ সংস্থা রাইটার জানিয়েছে, জার্মানে ফেরার পর এই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিম নামের এই নারীকে জার্মানের নিরাপত্তা বাহিনী ১৫ই নভেম্বর গ্রেপ্তার করেছে।
আদালতে তার বিরুদ্ধে দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। ১৬ই নভেম্বর আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রথম শুনানি হয়েছে।
নাসিম ২০১৪ সালে জার্মান থেকে ইরাকে যায় এবং সেখানে দায়েশের এক সদস্যের সাথে বিয়ে করে। নাসিম ইরাকে দায়েশের অন্যান্য সদস্যদের ঘর দেখাশোনা করতো। এসময় তার কাছেও অস্ত্র ছিল।
বলা হয়েছে যে, পরবর্তীতে নাসিম তার স্বামীর সাথে সিরিয়ায় যায় এবং ২০১৯ সালের এপ্রিল মাসে কুর্দি বাহিনীর হাতে বন্দি হয়। গ্রেপ্তার হওয়ার পর তাকে জার্মানে পাঠানো হয়।  iqna

 

 

captcha