IQNA

আফগানিস্তানের ১৬টি অঞ্চলে “আল-কায়দা”র কার্যক্রম বৃদ্ধি

0:26 - November 20, 2019
সংবাদ: 2609667
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান বলেছেন: আফগানিস্তানের ১৬টি অঞ্চলে “আল-কায়দা”র উপস্থিতি এবং কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান মীর হায়দার আফজালী বলেছেন: বিগত দুই বছরে আফগানিস্তানের ১৬টি অঞ্চলে “আল-কায়দা”র উপস্থিতি এবং কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
সন্ত্রাসীমূলক বিভিন্ন ছোট ছোট দল সার্বিকভাবে আল-কায়দাকে সমর্থন করছে এবং এসকল ক্ষুদে দল আল-কায়দার কাছে আশ্রয় নিচ্ছে।
সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দার সাথেও অন্যান্য সন্ত্রাসী দলের ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের সকলের চিন্তাধারায় তেমন কোনও পার্থক্য নেই। সংহৃত তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠী তালেবান বেশ কয়েকবার আল-কায়দা’কে সাহায্য ও সমর্থন করেছে।
নীচের ছবিতে আফগানিস্তানে ২০১৮-২০১৯ সালের মধ্যে আল-কায়দার যে সকল অঞ্চলে নিজেদের কর্মতৎপরতা চালিয়েছে সেগুলো তুলে ধরা হল:  iqna

আফগানিস্তানের ১৬টি অঞ্চলে “আল-কায়দা”র কার্যক্রম বৃদ্ধি

 

captcha