IQNA

কানাডায় “কুরআনের দৃষ্টিতে শিশুর বিকাশে মায়ের ভূমিকা” শীর্ষক সম্মেলন

19:18 - November 21, 2019
সংবাদ: 2609674
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার এনমিন্টুন শহরে ইমাম হুসাইন (আ.) ইসলামিক সেন্টারে “কুরআনের দৃষ্টিতে শিশুর বুদ্ধি বিকাশে মায়ের ভূমিকা” শীর্ষক সম্মেলন আজ অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “কুরআনের দৃষ্টিতে শিশুর বুদ্ধি বিকাশে মায়ের ভূমিকা” শীর্ষক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপিকা ইব্রাহিমী। উক্ত সম্মেলনটি স্থানীয় সময় ১৯টায় এনমিন্টুন শহরে ইমাম হুসাইন (আ.) ইসলামিক সেন্টারে শুরু হবে।
সম্মেলনের শেষে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও সূরা ইয়াসিন ও দোয়া-এ-কুমাইল পাঠ করা হবে।
এছাড়াও এই সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৪শে সেপ্টেম্বর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এছাড়াও কবিতা আবৃতি, ফার্সি ও আরবি ভাষায় বক্তৃতা, গজলসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  iqna

 

captcha