IQNA

বার্লিন চার্চে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে সংলাপ

22:55 - December 12, 2019
সংবাদ: 2609823
আন্তর্জাতিক ডেস্ক: বার্লিনের টেম্পলভ সেন্ট্রাল চার্চে মুসলিম ও খ্রিস্টানদের অংশগ্রহণে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে সংলাপের পঞ্চম বর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বার্লিন চার্চে ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে সংলাপবার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই আন্তধর্মীয় বৈঠকে বার্লিনের ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম নাসির নিক নিজাদ, জার্মানাস্থ ইরানি কালচারাল অ্যাটাশে হামিদ মোহাম্মদী, যাজক ও টেম্পলভ চার্চের অন্যান্য কর্মকর্তারা এবং বার্লিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


"ইসলাম ও খৃষ্টধর্মের সাধারণ মূল্যবোধ" শিরোনামে অনুষ্ঠিত এই শীর্ষক বৈঠকে বক্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও নিজেদের মতামত বিনিময় করেছেন।
টানা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত এই বৈঠকের শেষ প্রান্তে বর্তমান সময়ের বিভিন্ন বিরাজমান বিভিন্ন সংশয় এবং প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।


জার্মানের টেম্পলভ চার্চ এবং বার্লিনের ইসলামিক সেন্টারের সহযোগিতায় ইসলাম ও খ্রিস্টান ধর্ম সম্পর্কিত আন্তধর্মীয় এই বৈঠকের একাধিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এসকল অধিবেশনে সাধারণত উভয় পক্ষের কুরআন এবং বাইবেল সম্পর্কিত বিভিন্ন বিষয় সঠিকভাবে বোঝার জন্য বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর প্রদান করা হয়।  iqna

captcha