IQNA

বাগদাদের গ্রিন জোনে ক্ষেপণাস্ত্র হামলা

0:01 - March 03, 2020
সংবাদ: 2610341
তেহরান (ইকনা)- ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা- গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে দুইটি রকেট হামলা হয়েছ বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায় নি।

বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বলয়ের প্রাতিষ্ঠানিক আবাসিক এলাকা হচ্ছে গ্রিন জোন। বাগদাদের কেন্দ্রে অবস্থিত এই এলাকায় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর অফিস, প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ কর্মকর্তাদের বাড়ি, দূতাবাস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া, কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন দূতাবাস আন্তর্জাতিক এ গ্রিন জোনের ভেতরে অবস্থিত।

সম্প্রতি সুরক্ষিত এ গ্রিন জোনে কাতিউশা রকেট দিয়ে হামলার মাত্রা বেড়ে গেছে। লক্ষ্যচ্যুত এসব হামলার জন্য ওয়াশিংটন তৎক্ষণাৎ ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা জনপ্রিয় সংগঠনগুলোকে অভিযুক্ত করে থাকে।

এদিকে, ইরাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাগদাদের গ্রিন জোনে কাতিউশা রকেট নিক্ষেপ করার দায়িত্ব গ্রহণ করেনি। সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে লিপ্ত ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোকে যাতে বাগদাদ সরকার ভেঙে দেয় সেজন্য মার্কিন সামরিক বাহিনী এসব হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। ইহুদিবাদী ইসরাইলকে সঙ্গে নিয়ে মার্কিন বাহিনী বহুবার এসব সংগঠনের অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

গত বছর ডিসেম্বরে একটি রকেট হামলায় আমেরিকার একজন কন্ট্রাক্টর নিহত হওয়ার অভিযোগে মার্কিন বাহিনী কাতাইব হিজবুল্লাহ সংগঠনের অবস্থানে বিমান হামলা চালালে ২৫ জন নিহত হয়। বেশ কিছু প্রতিবেদনে উঠে এসেছে যে সব সময় টার্গেটকে লক্ষ্যচ্যুত করা এসব হামলার পিছনে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের হাত রয়েছে। iqna

captcha