IQNA

মিশরের কুখ্যাত সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর

0:35 - March 05, 2020
সংবাদ: 2610354
তেহরান (ইকনা)-মিশরের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পর কায়রোতে গতকাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে।

মিশরের এক সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছে: মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিশাম আল-আশমাভি’র বিরুদ্ধে মিশরের নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি সশস্ত্র হামলার চালানো অভিযোগ আনা হয়েছে এবং এসকল অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার পর গতকাল (৪র্থ মার্চ) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আল-আহরাম পত্রিকা সহ মিশরের কয়েকটি গণমাধ্যম গত সপ্তাহে এই শীর্ষ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করার কথা জানিয়েছিল।

হিশাম আল-আশমাভি মিশরীয় বিশেষ বাহিনীর কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরিবর্তীতে তিনি সিনাই উপদ্বীপের সক্রিয় সংগঠন “আনসার বাইতুল মুকাদ্দাস”-এর দায়ভার গ্রহণ করেন।

এই দলটি ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে যোগদান করে। এই দলে যোগ দেওয়ার পর দলের নাম পরিবর্তন করে “বেলায়াত সিনা” নামকরণ করে।
মিশরের কর্মকর্তাদের মতে, এরপরে তিনি লিবিয়ায় যান এবং আল-কায়েদার অধিভুক্ত আনসার আল-শরিয়ায় যোগ দেন।

হিশাম আল-আশমাভি ২০১৮ সালে লিবিয়ায় গ্রেপ্তার হয় এবং ২০১৯ সালে তাকে মিশরে প্রেরণ করা হয়।

তার মৃত্যুদণ্ডের কারণ হিসাবে অভিযোগসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ২০১৪ সালে মিশরীয় সামরিক বাহিনীর উপর হামলা চালানো। এই হামলায় ২৪ জন নিহত হয়।  iqna

captcha