IQNA

ভারতে মুসলিম হত্যার নিন্দা জানালেন সর্বোচ্চ নেতা

উগ্র হিন্দুদের বিরুদ্ধে ভারতীয় সরকারকে রুখে দাঁড়াতে হবে

22:09 - March 06, 2020
সংবাদ: 2610359
তেহরান (ইকনা)- ভারতের মজলুম মুসলমানদের নির্মমভাবে হত্যা করছে সেদেশের উগ্র হিন্দুরা। এর নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন: “উগ্র হিন্দু এবং উগ্র হিন্দুদের সমর্থনকারী দলগুলোর মোকাবেলায় ভারত সরকারকে রুখে দাঁড়াতে হবে”।

 

ভারতের নিপীড়িত মুসলমানদের গণহত্যার নিন্দা জানিয়েছেন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ আলী খামেনেয়ি আরও বলেন: সম্প্রতি মুসলিম গণহত্যার কারণে ইসলামি বিশ্বের হৃদয় আহত হয়েছে। ভারতীয় সরকারকে চরমপন্থি হিন্দু এবং তাদের সমর্থক দলগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

ভারতের নিপীড়িত মুসলমানদের হত্যার প্রতিবাদমুলক বার্তাটি সর্বোচ্চ নেতার দপ্তরের টুইটার পেজে প্রকাশিত হয়েছে। বার্তাটি হুবহু নীচে তুলে ধরা হল:

“ভারতে মুসলমানদের হত্যা করার কারণে গোটা মুসলিম বিশ্বের হৃদয় আহত হয়েছে। উগ্র হিন্দু এবং উগ্র হিন্দুদের সমর্থনকারী দলগুলোর মোকাবেলায় ভারত সরকারকে রুখে দাঁড়াতে হবে এবং মুসলমান হত্যা বন্ধের মাধ্যমে মুসলিম বিশ্বে তাদের একঘরে হয়ে পড়া ঠেকাতে হবে”।  iqna

 

উগ্র হিন্দুদের বিরুদ্ধে ভারতীয় সরকারকে রুখে দাঁড়াতে হবে

captcha