IQNA

পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর মাযারে জুমার নামাজ বন্ধ

0:05 - March 13, 2020
সংবাদ: 2610405
তেহরান (ইকনা)- ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাযারের প্রশাসন ঘোষণা করেছে যে, করোনারি আর্টারি ডিজিজের প্রাদুর্ভাবের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম হুসাইন (আ.)-এর মাজারে জুমার নামাজ আদায় করা হবে না।

ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাযারের প্রশাসন ঘোষণা করেছে, ইরাকের বর্তমান পরিস্থিতি এবং করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের মূল প্রাঙ্গণে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না।

মাযার কর্তৃপক্ষ অপর এক বিবৃতিতে এই শুক্রবার জুমার নামাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। তারা আরও বলেছেন: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে কারবালা স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণের পর এই সিদ্ধান্ত গ্রহণ করার হয়েছে যে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জুমার নামাজ অনুষ্ঠিত হবে না।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের পরিচালক কমিটি আরও ঘোষণা করেছেন: ইরাকের বর্তমান পরিস্থিতির কারণে এবং পবিত্র শহর কারবালার স্বাস্থ্য বিভাগের আহ্বানে ৫ম মার্চ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইরাকে এপর্যন্ত মোট ৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন এবং ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন ও ৫ জনের মৃত্যু হয়েছে। iqna

 

captcha