IQNA

ইরাকে সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা

21:05 - March 17, 2020
সংবাদ: 2610431
তেহরান (ইকনা)- আজ ইরাকের বসিমাহ সামরিক ঘাঁটিতে বিদেশি সেনাদের অবস্থান মিসাইল হামলা চালানো হয়েছে। ইরাকের সামরিক বাহিনী এ খবর জানিয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে ইরাকি সামরিক বাহিনী এবং মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট বাহিনীকে যৌথ অভিযানের জন্য গঠিত বাহিনীর বসিমাহ সামরিক ঘাঁটিতে দুটি মিসাইল হামলা চালানো হয়েছে।

ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে গুরুত্বারোপ করে বলেছে: বসিমাহ সামরিক ঘাঁটিতে টোবুক আন-নাহরাভান ব্রিক কর্মশালার খামারের জমি থেকে এই দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
বসিমাহ সামরিক ঘাঁটিতে মার্কিন, ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান সেনাদের ট্যাঙ্ক চালানো এবং গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।

উল্লেখ্য যে, বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে আল-তাজি সামরিক ঘাঁটিতে গত সপ্তাহে দু’বার কাত্যুশা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

গতসপ্তাহে বুধবার আল-তাজি সামরিক ঘাঁটিতে ক্যাত্যুশা ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা এবং এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। এছাড়াও ১৪ জনের অধিক আহত হয়েছে। iqna

 

captcha