IQNA

জিয়ারতকারীদের জন্য ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর মাজারের দরজা খোলা রয়েছে

19:26 - March 19, 2020
সংবাদ: 2610441
তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কাজেমাইনে ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের দরজা সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

ইরাকের কিছু মিডিয়া এই মাজারের দরজা বন্ধ রয়েছে বলে ঘোষণা দেওয়ার পর, এর প্রতিক্রিয়া জানিয়ে মাযার কর্তৃপক্ষে এখবর জানিয়েছেন।

ইমাম কাজিম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন: এই পবিত্র মাজারে জীবাণুমক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জিয়ারতকারীদের জিয়ারতের জন্য মাযারের দরজা কখনো বন্ধ হবে না।

মাজার কর্তৃপক্ষ বলেছেন: ইমাম কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ারতকারীদের সেবা প্রদান করার জন্য মাজারের খাদেমগণ যথাসাধ্য চেষ্টা করছে। গবেষক এবং চিকিৎসকদের পরামর্শ এবং যুক্তিগণ ও শরিয়ত মোতাবেক বর্তমানে সকল প্রকার সমাবেশ বন্ধ করা হয়েছে। এজন্য এই মাজারেরও কিছু কার্যক্রম বন্ধ রয়েছে এবং কিছু কার্যক্রমের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। iqna

captcha