IQNA

কোয়ারেন্টিনে মোসাদ প্রধান; ইসরাইলে করোনায় ৩১ জনের মৃত্যু

19:06 - April 02, 2020
সংবাদ: 2610523
তেহরান (ইকনা)- ইসরাইলে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান। এদিকে স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রা'ন্ত হওয়ায় ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মেইর বেন শাব্বাত কোয়ারেন্টিনে চলে গেছেন।

এ দুজনও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন। আজ (বৃহস্পতিবার) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বুধবার রাতে আক্রা'ন্ত ৭১ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধ'রা পড়ে। এরপর থেকে তারা আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে শুরু করেছেন।

মন্ত্রীর দেহে করোনা ভাইরাস শণা'ক্ত হওয়ার পর তার উপদেষ্টা এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইসরাইলে প্রাণঘা'তী করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬ হাজার ২১১ জন আক্রা'ন্ত হয়েছেন যাদের মধ্যে ১০৭ জনের অবস্থা গু'রুতর।
সূত্র:mtnews24

captcha