IQNA

ইয়েমেনে সৌদি আরবের হামলা; পুরো পরিবার নিহত

19:51 - April 04, 2020
সংবাদ: 2610536
তেহরান (ইকনা)- দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশ সৌদি আরবের বর্বর ক্ষেপণাস্ত্র হামলায় পুরো একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক আজ (শনিবার) জানিয়েছে, ওই পরিবারের একজন বাবা, গর্ভবতী মা এবং দুটি শিশু ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছে।

সা’দা প্রদেশ সৌদি সীমান্তের কাছে অবস্থিত এবং সেখানে প্রায় প্রতিদিনই সৌদি আরব রকেট হামলা এবং গোলা বর্ষণ করে থাকে। সৌদি আরবের গোলাবর্ষণে সেখানে বহুসংখ্যক বেসামরিক নাগরিক এ পর্যন্ত হতাহত হয়েছে। এছাড়া, সরকারি ও বেসরকারি বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।

সারা বিশ্ব যখন করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করছে তখন সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এই বর্বর হামলা চালালো। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ধরনের বর্বর হামলা বন্ধ করে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এখন পর্যন্ত ইয়েমেনে করোনাভাইরাসের রোগী পাওয়া যায় নি তবে যেকোনো মুহূর্তে যুদ্ধপীড়িত এই দেশটিতে তা মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় বছরের সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে সেখানে তা থামানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। iqna

captcha