IQNA

করোনা আতঙ্ক থেকে শান্ত থাকার জন্য আলজেরিয়ার মসজিদে কুরআন প্রচার

17:26 - April 07, 2020
সংবাদ: 2610558
তেহরান (ইকনা)- আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, করোনার দিনগুলিতে আধ্যাত্মিক পরিবেশ তৈরি এবং সেদেশের জনগণকে শান্ত রাখার জন্য জোহরের আজানের আধা ঘণ্টা আগে মসজিদে কুরআন তিলাওয়াত সম্প্রচার করা হবে।

মারাক্তোক করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো আলজেরিয়ার মসজিদে জুমার নামাজ সহকারে জামাত সহকারে পাঁচ ওয়াক্তের নামাজ বন্ধ রয়েছে।

আলজেরিয়ার ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: আলজেরিয়ার নাগরিকদের ক্রমাগত আহ্বানের ফলে মসজিদের মাইক বা লাউডস্পিকার কুরআন তিলাওয়াত প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এই মন্ত্রণালয় কুরআন তিলাওয়াত প্রচারের জন্য প্রত্যেক মসজিদের পেশ ইমামকে নির্দেশ দিয়েছে।

এই মন্ত্রণালয় আলজেরিয়ার বিভিন্ন প্রদেশের সংস্থাগুলিকে আজান সম্প্রসারকদের সাথে সমন্বয় করার আহ্বান জানিয়েছে। এখনো এই সিদ্ধান্ত বাস্তবায়নের সঠিক সময় ঘোষণা করা হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আজ (৭ম এপ্রিল) থেকে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য যে, আলজেরিয়ান সরকার করোনার প্রতিরোধের জন্য ১৭ মার্চ থেকে দেশের সমস্ত মসজিদে জুমার নামাজ ও জামাত নামাজ বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের পরে আলজেরিয়ার নাগরিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোভিড-১৯ আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতে এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়ির কোয়ারানটাইন এবং মসজিদ লাউডস্পিকারের মাধ্যমে কুরআন তিলাওয়াত প্রচারের আহ্বান জানান। iqna

 

captcha