IQNA

শিকাগোর বিলবোর্ডে বিশ্বনবী (সা.)এর স্বাস্থ্য পরামর্শ

20:06 - April 18, 2020
সংবাদ: 2610619
তেহরান (ইকনা)- সংক্রামক রোগের বিস্তার রোধে হযরত মুহাম্মাদ (সা.)এর বানী দিয়ে সাজানো হয়েছে আমেরিকার শিকাগো শহরের রাস্তার বিলবোর্ডগুলো।

আমেরিকার শিকাগো শহরের রাস্তায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর স্বাস্থ্য পরামর্শ সম্বলিত বিলবোর্ড লাগানো হয়েছে।

এই সুপারিশগুলো করোনা প্রসার রোধ এবং রোগ প্রতিরোধের জন্য শিকাগোর প্রধান প্রধান সড়কের বিলবোর্ডসমূহে স্থাপন করা হয়েছে। এসকল বিলবোর্ডে নবী করিম (সা.)এর তিনটি বানী তুলে ধরা হয়েছে। বানীগুলো হচ্ছে:

  •  Wash hands frequently.
  •  Don’t leave infected area.
  •  Don’t visit infected area.
  • ‘সংক্রামক রোগের সময় বারবার হাত ধৌত করো।
  • সংক্রামিত এলাকায় প্রবেশ করো না।
  • সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।’

এছাড়াও এই বিলবোর্ডের এক প্রান্তে মেডিক্যাল কর্মী এবং করোনার বিরুদ্ধে নিয়োজিত সকল কর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে।

এসকল বিলবোর্ড ইসলামিক সংস্থা “গাইনপিস” (Gainpeace) সরবরাহ এবং স্থাপন করেছে।

“গাইনপিস” হলো একটি অলাভজনক এবং বেসরকারি সংস্থা। এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে আমেরিকান জনগণকে ইসলামের সাথে পরিচিত করা এবং ধর্ম সম্পর্কে ভ্রান্ত প্রচার ও ভুল ধারণা দূর করা। iqna

 

captcha