IQNA

মিশরের ওয়েবসাইটে প্রকাশিত;

আবদুল বাসিতের সুললিত কণ্ঠে আজান

21:08 - April 28, 2020
সংবাদ: 2610682
তেহরান (ইকনা)- মিশরের আল-বাওয়াবা নিউজ ওয়েবসাইটটি বিশ্বখ্যাত ক্বারি শেখ আবদুল বাসিত মুহাম্মদ আবদুল সামাদের সুললিত কণ্ঠে ফজরের আজানের একটি অডিও ফাইল প্রকাশ করেছে।

শেখ আবদুল বাসিত আবদুল সামাদ ১৯২৭ সালের ১ম জানুয়ারি মিশরের আরমান্ট শহরে জন্মগ্রহণ করেন। এই বিশ্বখ্যাত ক্বারির সুললিত ও প্রভাবশালী তিলাওয়াতের জন্য তাকে “গোল্ডেন ল্যারিক্স” বা “স্বর্ণের স্বরযন্ত্র” নামে ডাকা হতো।

তিনি ১৯৫৮ সালে মিশরের কায়রো শহরের ইমাম হুসাইন (আ.)এর মসজিদের ক্বারি হিসেবে নিয়োজিত হন এবং ১৯৮৪ সালে প্রথমবারের মতো ক্বারি ইউনিয়নের সভাপতি হন। তিনি ১৯৮৮ সালের ৩০শে নভেম্বর ৬১ বছর বয়সে ইন্তেকাল করেন। iqna

 

 

 
captcha