IQNA

রমজানের প্রসঙ্গে আব্দুল ফাত্তাহ তারুতীর তিলাওয়াত | ভিডিও

18:58 - April 29, 2020
সংবাদ: 2610689
তেহরান (ইকনা)- ১৪৪১ হিজরি সানের পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল ফাত্তার তারুতী সূরা হাশরের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।

তিলাওয়াতের এই ভিডিওটি সর্বপ্রথম মিশরের আল ইয়াওম আল সাবিহ সংবাদ সংস্থার ওয়েবপেজে প্রকাশিত হয়েছে। এই ভিডিওয় তিনি সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সূরা হাশরের ২১ থেকে ২৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

21لَوْ أَنْزَلْنا هذَا الْقُرْآنَ عَلى جَبَل لَرَأَیْتَهُ خاشِعاً مُتَصَدِّعاً مِنْ خَشْیَةِ اللّهِ وَ تِلْکَ الْأَمْثالُ نَضْرِبُها لِلنّاسِ لَعَلَّهُمْ یَتَفَکَّرُونَ
22هُوَ اللّهُ الَّذِى لا إِلهَ إِلاّ هُوَ عالِمُ الْغَیْبِ وَ الشَّهادَةِ هُوَ الرَّحْمنُ الرَّحِیمُ
23هُوَ اللّهُ الَّذِى لا إِلهَ إِلاّ هُوَ الْمَلِکُ الْقُدُّوسُ السَّلامُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیزُ الْجَبّارُ الْمُتَکَبِّرُ سُبْحانَ اللّهِ عَمّا یُشْرِکُونَ
24هُوَ اللّهُ الْخالِقُ الْبارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْماءُ الْحُسْنى یُسَبِّحُ لَهُ ما فِى السَّماواتِ وَ الْأَرْضِ وَ هُوَ الْعَزِیزُ الْحَکِیمُ

(২১) আমরা যদি এই কুরআন কোন পর্বতের ওপর অবতীর্ণ করতাম তবে তুমি প্রত্যক্ষ করতে তা আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গিয়েছে। এই দৃষ্টান্তসমূহÑ যা আমরা মানুষের জন্য বিবৃত করি যাতে তারা চিন্তাভাবনা করে। (২২) তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি অসীম দয়াময়, অনন্ত করুণাময়। (২৩) তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি রাজাধিপতি, অতীব পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরাক্রমশালী, প্রবল-প্রতিবিধায়ক, অতীব মহান; আল্লাহ তা হতে পবিত্র, মহামহিমÑ যাকে তারা (তাঁর) অংশী সাব্যস্ত করে । (২৪) তিনিই আল্লাহ, (সমুদয় জিনিসের) সৃষ্টিকর্তা, উদ্ভাবন কর্তা, রূপদাতা, সকল উত্তম নাম তাঁরই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।  iqna

captcha