 
                          
দেশটিতে তৃতীয় দিনের মতো করোনা লোকাল ট্রান্সমিশনের কোনো ঘটনা ঘটেনি। আর এ কারণেই আবারো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
গত মার্চ মাসে প্রাদুর্ভাবের পর থেকে অতি দ্রুত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সক্ষম হয় দেশটি। তাই বুধবার থেকে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্ত ১০ হাজার ৮০৬ জনের মধ্যে ৯ হাজার ৩৩৩ জনই বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও নতুন সংক্রমণও প্রায় নেই বললেই চলে। মাত্র দুই মাসে করোনার প্রকোপ ঠেকিয়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া।
এরপরই পরিস্থিতি বিবেচনা করে বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে সিউল ভিত্তিক কোরিয়া মুসলিম ফেডারেশন (কেএমএফ)।
বিবৃতিতে কেএমএফ বলেছে, পবিত্র রমজান মাসে জুমার নামাজ ও রাতের তারাবির নামাজের জন্যও মসজিদগুলো খোলা থাকবে। জানা গেছে, এসব কিছু তদারকি করতে মসজিদে দক্ষিণ কোরিয়া সরকারের প্রশাসনের লোক উপস্থিত থাকবেন। iqna