IQNA

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত

20:38 - June 11, 2020
সংবাদ: 2610944
তেহরান (ইকনা): সংবাদ সূত্র বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বোকো হারামের হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

৯ম জুন সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা বোর্নো রাজ্যের গুবিউ এলাকার ফেদুমা ক্লারাম গ্রামে আক্রমণ করেছে।

তারা তাদের গাড়িতে করে গ্রামে প্রবেশ করে এবং অটোমেটিক অস্ত্র দিয়ে বেসামরিক ব্যক্তিদের ওপর এলোপাথাড়ি গুলি করে। সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ফলে এই গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে ১২০০ অধিক গবাদি পশু (উট ও গরু) চুরি করেছে।

সূত্রমতে, এই গ্রামের বাসিন্দারা নিরাপত্তা বাহিনীর নিকটে এই সন্ত্রাসী গোষ্ঠীর তথ্য প্রকাশের সন্দেহে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন: এই হামলার দিনটি আমাদের নিকটে অনেক খারাপ দিন ছিল। গ্রামবাসীরা সশস্ত্র ছিল এবং পূর্ববর্তী আক্রমণগুলি প্রতিহত করেছে। তবে এবার তারা আকস্মিক হামলা চালিয়েছে। এরফলে এই সর্বনাশ হয়েছে।

এখনও অবধি, বোকো হারাম এবং এর অন্যতম সহযোগী ইসলামিক স্টেট অফ পশ্চিম আফ্রিকা (ISWAP) নামক সন্ত্রাসী দল নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত করেছে।


ISWAP বোকো হারামের এক শাখা। এই শাখাটি ২০১৬ সালে বোকো হারাম থেকে বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও, সাম্প্রতিক মাসগুলোয়, এই গোষ্ঠীর সমালোচিত নাগরিকদের উপর হামলার সংখ্যা বেড়েছে।

কয়েক দশক ধরে চলমান এই সংঘর্ষে এ অঞ্চলে ৩ ৩৬ হাজার মানুষ মারা গিয়েছে এবং প্রায় ২০ লাক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনে এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ছড়িয়ে পড়েছে এবং নিজেদের বিরোধীদের সাথে যুদ্ধ করার জন্য আঞ্চলিক সামরিক জোট তৈরি করেছে। iqna

captcha