IQNA

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৬০

18:08 - June 15, 2020
সংবাদ: 2610961
তেহরান (ইকনা): শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তাকফিরি সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ সেনা এবং ৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

মানবাধিকার সংস্থা এবং স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রায়টার্স ঘোষণা করেছে: নাইজেরিয়ার বোর্নো রাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোনো এবং নাগানজাইয়ে তাকফিরী সশস্ত্র গোষ্ঠীর পৃথক দুটি হামলায় ৬০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১১ টা নাগাদ ভারী অস্ত্র বহনকারী একদল বন্দুকধারী মঙ্গোনো অঞ্চলে পৌঁছায় এবং এসময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে ২০ নিরাপত্তা কর্মী নিহত হয়।

এসময় হামলাকারীরা মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা ও স্থানীয় থানা এবং ইউএন অফিসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও তারা এই হামলা চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সেদেশের সামরিক বাহিনী ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে যেন সহযোগিতা না করে, সেব্যাপারে সতর্ক করে দেয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় একই সময়ে, মোটরসাইকেল এবং ভারী যানবাহনে করে অন্য একটি সশস্ত্র দল নাগানজাইয় অঞ্চলে প্রবেশ করে ৪০ জন নাইজেরিয়ান নাগরিককে হত্যা করে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম হামলা চালিয়ে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং কয়েক মিলিয়ন নাইজেরিয়ানকে বাস্তুচ্যুত করেছে।

সম্প্রতি গোবিউ এলাকায় একটি অভিযানের পরে সন্ত্রাসীরা এই দুটি নতুন স্থানে হামলা চালিয়েছে। গোবিউ এলাকায় সন্ত্রাসী হামলার ফলে ৬৯ জন নিহত হয়েছে। iqna

 

captcha