IQNA

আফগানিস্তানে কুরআনিক স্কুলে বোমা বিস্ফোরণে হতাহত ১৫

22:01 - June 18, 2020
সংবাদ: 2610977
তেহরান (ইকনা): আফগানিস্তানে একটি কুরআনিক স্কুলে বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই কিশোর-কিশোরী ও অপ্রাপ্তবয়স্ক।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের আশকমশ শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে তাখরের রাজ্যের মুখপাত্র জাওয়াদ হিজরি বলেছেন: সন্ত্রাসীরা বিদ্যালয়ের ভিতরে বোমা স্থাপন করে রেখেছিল। আর একারণেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে অন্যান্য সূত্র বলছে, দুপুরের পরেই রকেট বুলেট হেডের আঘাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তাখার পুলিশ কমান্ডের মুখপাত্র খলিল আসির বলেন, ধর্মীয় স্কুল ছাত্ররা বুলেট হেডটিকে স্কুলের ভিতরে নিয়ে গিয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে, স্কুল মাঠের ভিতরে চালিত একটি মর্টার শেল দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই মাসে কাবুলের দু’টি মসজিদে পৃথক দুটি বোমা হামলার পরেই কুরআনিক স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানের রক্তাক্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তবে, আফগান সরকার ও তালেবানের মধ্যে প্রায় দুই দশকের বিরোধের অবসান ঘটানোর জন্য তারা শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে।  iqna

 

captcha