 
                          
ইরাকি পার্লামেন্ট সদস্য হাসান ফাদআম বলেছেন, হাশদ আশ-শাবি’র দপ্তরে হানা দিয়ে এর জওয়ানদের আটক করা একটি উসকানিমূলক পদক্ষেপ যার পরিণতি ভালো হবে না। এ ছাড়া, বহু ইরাকি নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘আমাদের মুজাহিদরা আমাদের রেড লাইন’ শিরোনামের হাশট্যাগ তৈরি করে হাশদ আশ-শাবির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।
একজন ইরাকি কর্মকর্তা সকালে জানিয়েছিলেন, আটক অন্তত তিন জওয়ানকে ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাদের হাতে তুলে দেয়া হয়েছে। একাধিক ইরাকি বার্তা সংস্থা জানিয়েছে, আজ ভোরে কাতায়িব হিজবুল্লাহর দপ্তরে চালানো অভিযানে মার্কিন সন্ত্রাসী সেনারা অংশগ্রহণ করেছে।
কাতায়িব হিজবুল্লাহর কেন্দ্রীয় সংগঠন হাশদ আশ-শাবির একজন কর্মকর্তা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি আজকের আটকের ঘটনায় হাশদ আশ-শাবি’র প্রধান হাদি আল-আমেরির কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া, আরবি ভাষার টিভি চ্যানেল আস-সুমারিয়া অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, কাতায়িব হিজবুল্লাহর আটক ১৩ জওয়ানের সবাইকে মুক্তি দেয়া হয়েছে।
সূত্র: পার্সটুডে