IQNA

সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে মোদি

17:23 - July 03, 2020
সংবাদ: 2611070
তেহরান (ইকনা): সীমান্তে চীন-ভারত উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৫ জুন সেখানেই ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়।

সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার সকালে সীমান্তে পৌঁছছেন মোদি। এ মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আছে তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন তিনি। একই সঙ্গে সামরিক হাসপাতালে আহত সৈন্যদের সাথে দেখা করবেন মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

গত সপ্তাহে মান কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, লাদাখের বিষয়ে ভারত-চীনকে উপযুক্ত জবাব দিয়েছে। চীনের নাম না করেই মোদি জানিয়েছিলেন, প্রতিবেশি যে কোনও দেশ যদি লাদাখের দিকে তাকায় তবে তার যোগ্য জবাব দিতে ভারত তৈরি।

উল্লেখ্য, ভারত-চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি সীমান্তে। চীনের সঙ্গে কোনভাবেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনও সমাধান।

বরং ভারতে চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে চীনেও ভারতের বেশ কিছু সাইটে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। সংঘর্ষের পর থেকেই উভয় দেশের মধ্যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে।

সূত্র: jagonews24

captcha