IQNA

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক মসজিদে ভয়াবহ আগুন

17:04 - August 26, 2020
সংবাদ: 2611380
তেহরান (ইকনা): দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩৯ বছরের পুরোনো ওই মসজিদটি দুরবান শহরে অবস্থিত। স্থানীয় সময় সোমবার গ্রে স্ট্রিট নামের ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘট'না ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়।

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক মসজিদে ভয়াবহ আগুনসাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগে ত্রুটি থেকেই হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফয়সাল সুলাইমান এএফপিকে বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত হয়েছে। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন তিনি।

ওই মসজিদে অ'গ্নিকা'ণ্ডের ঘ'ট'না'য় হতাহতের খবর এখনও নিশ্চিত নয়। অ'গ্নিকা'ণ্ডের বেশ কিছু ভি'ডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভি'ডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট মসজিদ ভবনে আ'গুন জ্ব'লছে।

ঐতিহাসিক এই মসজিদে অ'গ্নিকা'ণ্ডের ঘ'ট'নায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃ'খ প্র'কাশ করেছেন। এই মসজিদে একসঙ্গে প্রায় ৭ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন। ইতোমধ্যেই প'রি'স্থি'তি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ'ম'কল বাহিনী। জ'রুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি এএফপিকে জানিয়েছেন, অ'গ্নিকা'ণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষ'তিগ্র'স্ত হয়েছে।

বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরো'ধী ব'লিষ্ঠ কন্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন। iqna

captcha