IQNA

ইরানে পালিত হচ্ছে আকাশ প্রতিরক্ষা দিবস; সালাম পাঠালেন সর্বোচ্চ নেতা

0:03 - September 01, 2020
সংবাদ: 2611406
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গতকাল (সোমবার) জাতীয় আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী সব সময় সজাগ ও প্রস্তুত রয়েছে। তাদের এই প্রস্তুতির কাছে জাতীয় নিরাপত্তা ঋণী। ইরানের ঈমানদার জনগণ সব সময় আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার গুরুত্ব উপলব্ধি করে। পার্সটুডে

সর্বোচ্চ নেতার কমান্ডিং দপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ শিরাজি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিকে ফোন করে এই বাহিনীর সবাইকে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সালাম ও বার্তা পৌঁছে দিয়েছেন।

দিবসটি উপলক্ষে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দর রহিম মুসাভি আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বলেছেন, গত কয়েক দশকে এই বাহিনী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

প্রতি বছর ফার্সি ১০ শাহরিভার মোতাবেক ৩১ আগস্ট ইরানে আকাশ প্রতিরক্ষা দিবস পালিত হয়। iqna

 

captcha