কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৮০টি দেশের বিভিন্ন মাযহাবের ধর্মীয় ওলামাগণ উপস্থিত ছিলেন।
উক্ত শীর্ষক সম্মেলনে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজি, আয়াতুল্লাহ সুবহানী, ইসলামী বিপ্লবের মহামান্য নেতার দপ্তর প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদী গুলপাইগানী, গার্ডিয়ান কাউন্সিলের সচিব আয়াতুল্লাহ আহমাদ জান্নাতী এবং হাওজা ইলমিয়্যাহের প্রধান আয়াতুল্লাহ হোসাইনী বুশাহার উপস্থিত ছিলেন।
এছাড়াও ইরানের যাহেদান শহরের সুন্নি ইমাম মাওলাভী আব্দুল হামীদ, হজ ও যিয়ারত সংস্থার প্রধান কাজী আসকারী এবং আয়াতুল্লাহ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি বলেন: ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এ ধর্মে জঙ্গিবাদ ও উগ্রবাদের কোন স্থান নেই। কিন্তু আজ তাকফিরি ও ওহাবি জঙ্গিবাদ নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে চরম বর্বরতা ও নৃশংসতার পরিচয় দিচ্ছে। তারা নির্বিচারে নর, নারী ও শিশুকে হত্যা করছে।
তিনি বলেন: এ চরমপন্থিরা ভয়ানক হিংস্রতা, নৃশংসতা আর বর্বরতার মাধ্যমে নিজেদের মনগড়া মতবাদ অন্যদের উপর চাপিয়ে দিতে চায়। দু:খজনক হচ্ছে তারা এগুলো সবই ইসলাম নাম দিয়ে প্রচার করছে; যা বিশ্ববাসীর সামনে ইসলাম ও মুসলমানদের প্রকৃত চেহারাকে বিকৃত করে তুলে ধরছে। আর এ কারণে সাম্রাজ্যবাদিরা তাকফিরিদের গোপনে পৃষ্ঠপোষকতা করছে।
উক্ত সম্মলন মারাজায়ে তাকলিদগণের সহযোগিতায় হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজি এবং আয়াতুল্লাহ জাফর সোবহানী’র পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।
1476137