IQNA

খুলে দেওয়া হলো ভারতের ঐতিহাসিক দুটি মসজিদ + ছবি

21:49 - September 08, 2020
সংবাদ: 2611443
তেহরান (ইকনা): শনিবার (৫ সেপ্টেম্বর) হায়দারাবাদের চার মিনার সংলগ্ন মক্কা মসজিদ ও পাব্লিক গার্ডেনে অবস্থিত শাহি মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

স্টেট ওয়াক্ফ বোর্ডের বৈঠকের পর তা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে শহরের বড় ও ঐতিহাসিক মসজিদ দুটিতেই মুসল্লিরা নামাজ আদায়ের সুযোগ পায়।

সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী মসজিদে প্রবেশের সময় সবার হাত ধৌত করা অত্যাবশ্যক। মসজিদের ভেতর মাত্র ৫০ জন মুসল্লি নামাজ আদায়ের অনুমতি পাবে।

২১ সেপ্টেম্বরের পর ১০০ জন মুসল্লি মসজিদের ভেতর নামাজের অনুমতি পাবে। এ ছাড়া ১০ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি নামাজে অংশ নিতে পারবে না। iqna

 

بازگشایی مسجد تاریخی حیدرآباد هند+تصاویر/ آماده

 

بازگشایی مسجد تاریخی حیدرآباد هند+تصاویر/ آماده

 

بازگشایی مسجد تاریخی حیدرآباد هند+تصاویر/ آماده

 

بازگشایی مسجد تاریخی حیدرآباد هند+تصاویر/ آماده

 

بازگشایی مسجد تاریخی حیدرآباد هند+تصاویر/ آماده

 

captcha