IQNA

ভিডিও | ইমাম হুসাইন (আ.)-এর সর্বশেষ ওসিয়ত কী ছিল?

20:37 - September 09, 2020
সংবাদ: 2611448
তেহরান (ইকনা): ইমাম হুাসইন (আ.) ইয়াজিদিদের বিরুদ্ধে প্রতিবাদের ব্যাপারে তাঁর সন্তান ইমাম সাজ্জাদ (আ.)কে গুরুত্বপূর্ণ ওসিয়ত করে গিয়েছেন।

সারাজেভোতে বসনিয়া পার্সিয়ান কলেজ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ জাফর জারিয়ান পবিত্র মহররম উপলক্ষে প্রকাশিত “এক বিপ্লবের বার্তা” অনুষ্ঠানে বলেছেন: ইমাম হুসাইন (আ.) তাঁর সর্বশেষ ওসিয়তে ইমাম সাজ্জাদ’কে (আ.) বলেছেন:

يا بُنَيَّ إِيَّاكَ وَ ظُلْمَ مَنْ لَا يَجِدُ عَلَيْكَ نَاصِراً إِلَّا اللَّهَ

"হে আমার প্রিয় পুত্র, যদি দেখ কারো প্রতি জুলুম ও অত্যাচার হচ্ছে এবং আল্লাহ ব্যতীত কোন সাহায্যকারীই তার না থাকে, তাহলে সাবধান হোয়।

এই ওসিয়তের ব্যাপারে ইমাম সাজ্জাদ (আ.) হতে ইমাম বাকের (আ.) বলেন: ইমাম হুসাইন (আ.) বলেছেন: হে আমার পুত্র, আল্লাহ ব্যতীত তুমি ছাড়া যে ব্যক্তির আর কেউ নেই, তার প্রতি জুলুম করো না। অর্থাৎ যদি কোন ব্যক্তির সাহায্যের জন্য কেউই না থাকে, তাহলে তাকে সাহায্য করো যাতে তার আশা নিরাশ না হয়।

সুতরাং, আমাদের মজলুম বা নিপীড়িতদের প্রত্যাখ্যান করা উচিত নয়, বরং আমাদের উচিত যথাসাধ্য তাকে সাহায্য করা। iqna

 

ভিডিও | ইমাম হুসাইন (আ.)-এর সর্বশেষ ওসিয়ত কী ছিল?

captcha