IQNA

আর ইরানের উপর নিষেধা'জ্ঞা নয়, যুক্তরাষ্ট্রের সাথে আপস করবে না ইউরোপ

17:55 - September 23, 2020
সংবাদ: 2611523
তেহরান (ইকনা): ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, ইরানের ওপর নিষেধা'জ্ঞা পুনরায় স'চল করার ওয়াশিংটনের পদক্ষে'পের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপ আপস করবে না। এ ব্যাপারে তিনি সতর্ক করে বলেন, তথাকথিত এ নিষেধা'জ্ঞা জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ক্ষতি এবং মধ্যপ্রাচ্যে উ'ত্তেজনা বৃদ্ধি করতে পারে। খবর এএফপি’র।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে প্যারিসের পক্ষ থেকে দেয়া এক ভি'ডিও ভাষণে ম্যাক্রোঁ বলেন, ‘ইরানের বিরু'দ্ধে নিষেধা'জ্ঞা সক্রিয় করার বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশলের ব্যাপারে আমরা তাদের সাথে আপস করবো না। কারণ ওয়াশিংটন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তারা নিজেরা সেই অবস্থানে নেই।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এটি নিরাপত্তা পরিষদের ঐক্য দুর্বল এবং তাদের বিভিন্ন সিদ্ধা'ন্তের সততার ক্ষতি করবে। এছাড়া এটি এ অঞ্চলকে আবারো চ'রম উ'ত্তেজনার ঝুঁ'কির মু'খে ফে'লে দেবে।’
সূত্র: mtnews24

captcha