IQNA

মার্কিন বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন’

21:28 - October 10, 2020
সংবাদ: 2611618
তেহরান (ইকনা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি তার টুইটার পেইজে দেয়া পোস্টে বলেছেন, ব্যর্থ এবং আইনহীন মার্কিন সরকারের এই বলদর্পী বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন।

সাঈদ খাতিবজাদে বলেন, ইরানের জনগণ ভীত হওয়ার পরিবর্তে বরং তারা মার্কিন অপরাধের জবাব দিতে পছন্দ করবেন এবং নিজেদের মর্যাদা রক্ষার জন্য তাদের হাতের একটি পাথরও ছুঁড়তে বাদ দেবেন না। পার্সটুডে

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইরানের জনগণ মার্কিন সরকারের অবৈধ নিষেধাজ্ঞা এবং গত জানুয়ারি মাসে ইরানের শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা প্রতিশোধ নিতে প্রস্তুত।

এদিকে, জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র আলীরেজা মীর ইউসেফি বলেছেন, নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে শক্ত ব্যক্তি বলে যে ধারণা দেয়ার চেষ্টা করছেন প্রকৃতপক্ষে তিনি তা নন। এটি নিতান্তই তার নির্বাচনী বৈতরণী পার হয় চেষ্টা মাত্র। আমেরিকার সাপ্তাহিক নিউজউইক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আলী রেজা ইউসেফি একথা বলেছেন। iqna

captcha