IQNA

যথাসময়ে বিজ্ঞানী হত্যার জবাব দেবে ইরান: রুহানি

21:07 - November 28, 2020
সংবাদ: 2611877
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানীকে হত্যার জবাব যথাসময়ে দেয়া হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যকে একটা গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে ঠেলে দেয়ার জন্য ষড়যন্ত্র করছে।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “ইহুদিবাদীদের পাতানো ফাঁদে পা দেয়ার ব্যাপারে দেশের জনগণ যথেষ্ট সচেতন। ইসরাইল মধ্যপ্রাচ্যে গোলযোগ এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছে কিন্তু তাদের জানা উচিত যে, আমরা এরইমধ্যে তাদের পরিকল্পনা জেনে গেছি এবং তারা তাদের শয়তানি লক্ষ্য অর্জন করতে সফল হবে না।” পার্সটুডে

গতকাল (শুক্রবার) ইরানের রাজধানী তেহরানের কাছে মোহসেন ফাখরিজাদেকে গুপ্তঘাতকেরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে। এরপর আজ (শনিবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বললেন প্রেসিডেন্ট রুহানি। তিনি আরো বলেন, এই ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে ইরানের জনগণ জবাব দিতে যথেষ্ট সাহসী এবং তারা এই অপরাধকে বিনা জবাবে পার পেতে দেবে না। এই অপরাধের জবাব ইরানের কর্মকর্তারা যথাসময়ে দেবেন।

ড. হাসান রুহানি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং যারা ইরানবিরোধী তাদের সবার জানা উচিত যে, দেশের উন্নয়ন এবং গবেষণাকর্ম দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আমাদের প্রিয় একজন ফাখরিজাদের শূন্যস্থান পূরণ করবে বহু ফাখরিজাদে।

এর আগে আজই প্রেসিডেন্ট হাসান রুহানি শহীদ বিজ্ঞানীর পরিবার এবং স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা পাঠান। একইসঙ্গে তিনি দেশের বিজ্ঞানী সম্প্রদায় ও বিপ্লবী জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন। iqna

captcha