IQNA

ভিডিও | বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ “মীর মোহাম্মাদ শাহ”

22:19 - December 29, 2020
সংবাদ: 2612031
তেহরান (ইকনা): ভারতের তেলেঙ্গানায় অবস্থিত “মীর মোহাম্মদ শাহ” মসজিদটি বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে প্রসিদ্ধ। এই মসজিদে একসাথে জামাতে ৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদ শহরের নিকটবর্তী একটি পাহাড়ের শীর্ষে ১০ বর্গমিটার বিশিষ্ট “মীর মোহাম্মাদ শাহ” মসজিদটি নির্মিত। এটা বিশ্বাস করা হয় যে মসজিদটি আওরঙ্গজেবের (১০৬৭ থেকে ১১১৮ সালের মধ্যে ভারতের ষষ্ঠ গুরগানী সম্রাট) আদেশে নির্মিত হয়েছ।

মাত্র একটি খিলান ও দুইটি মিনারযুক্ত এই মসজিদটি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদটি এতো ছোট যে একসাথে পাঁচজনের অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবে না।

“মীর মোহাম্মাদ শাহ” মসজিদটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এবং এরফলে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এটি বিশ্বের অন্যতম ছোট মসজিদ হিসাবে পরিচিত, তবে কেউ কেউ বিশ্বাস করেন যে ভোপাল শহরে অবস্থিত একটি মসজিদ বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ।  iqna

 

یکی از کوچکترین مسجد جهان + فیلم

 

یکی از کوچکترین مسجد جهان + فیلم

 

 

captcha